Information Tech

নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আসলো


মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া এবার আনল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে ‘এক্স’, ‘এক্স প্লাস’ ও ‘এক্সএল’ মডেলের অ্যান্ড্রয়েডের কাস্টমাইজড সংস্করণের তিনটি ফোন দেখিয়েছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি।
নকিয়ার ‘এক্সএল’ স্মার্টফোনটির স্ক্রিনের মাপ পাঁচ ইঞ্চি। পেছনে পাঁচ ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত স্মার্টফোনটিতে এলইডি ফ্ল্যাশ থাকছে। এ ছাড়া নকিয়া এক্স ও এক্স প্লাস মডেল দুটির ডিসপ্লের মাপ চার ইঞ্চি।
এর আগে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের স্মার্টফোন আনলেও অ্যান্ড্রয়েডযুক্ত স্মার্টফোন নোকিয়ার এটাই প্রথম। এগুলোর দাম হবে ৮৯ ইউরো থেকে ১০৯ ইউরো পর্যন্ত। নকিয়ার সাবেক প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ এই তিনটি স্মার্টফোন উন্মুক্ত করেছেন।
নকিয়ার এ তিনটি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের একটিতেও সরাসরি গুগল প্লে বা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন স্টোরে যাওয়ার সুযোগ থাকবে না। তবে তিনটি মডেলে মেমোরি বাড়ানোর সুযোগ থাকবে।
নকিয়ার অ্যান্ড্রয়েড ফোনের বিশেষ সুবিধা হিসেবে যুক্ত হয়েছে মাইক্রোসফটের ক্লাউড সেবা। এতে নকিয়ার বেশ কিছু অ্যাপ্লিকেশন প্রিইনস্টল করা থাকবে। ব্যবহারকারীরা নকিয়া স্টোর থেকে এবং ওয়েব থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। নকিয়ার নতুন তিনটি স্মার্টফোনের হোম স্ক্রিন উইন্ডোজ ফোনের সঙ্গে সাদৃশ্য রেখে তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

No comments:

Post a Comment